March 28, 2024

পিতা-কন্যা থেকে এইবার হয়ে গেলেন স্বামী-স্ত্রী। এ আবার কী? আরে মশাই বুঝলেন না? রুপোলী পর্দার জগতে যে সবই সম্ভব।তব কিন্তু একটা শর্ত আছে। অভিনেতা অভিনেত্রীর শরীরও থাকতে হবে ফিট। এক ছবিতে যিনি এক মেয়ের বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন সেই অভিনেতার পক্ষে দীর্ঘ পঁচিশ বছর পর ওই কন্যার নায়কের ভূমিকায় অভিনয় করা সহজ নয়। এর জন্য সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। রূপ যৌবন ধরে রাখতে হবে।

পুরুষদের বয়সের সঙ্গে সঙ্গে গ্ল্যামার বেড়ে যায়। তাঁরা পাকা চুলেও হ্যান্ডসাম। আবার রোগা হয়ে কিংবা দুর্দান্ত ফিজিক বানিয়ে সবার মন জয় করে নেন। বাংলা সিনেমার সুপারস্টার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমনই একজন। যাঁর বয়সের সাথে সাথে বেড়েছে শারীরিক সৌন্দর্য। এই বয়সে এসেও অল্পবয়সী নায়িকার নায়ক হতে পারেন। মেকআপ নিয়ে বয়স্ক পিতা হতে যেমন পারেন, তেমনই অল্প মেকআপে হয়ে উঠতে পারেন নায়ক।

মায়ার বাঁধন সিনেমার বাবা মেয়ের ভূমিকায় অভিনয়ের প্রায় পঁচিশ বছর পর
স্বামী স্ত্রী ভূমিকায় অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী। সায়ন্তন ঘোষালের নতুন ছবিতে জুটি বাঁধছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির গল্প এমন এক দম্পতিকে নিয়ে যাঁদের বয়সের মধ্যে বিরাট ব্যবধান আছে। আগামী সেপ্টেম্বর থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা।

 

View this post on Instagram

 

A post shared by ruhi (@srabanti_loverss)

শ্রাবন্তী কিছুদিন আগেই লন্ডন থেকে শুটিং সেরে ফিরে গাড়ি কিনলেন। তারপর মালদ্বীপ বেড়িয়ে এলেন। শ্রাবন্তীর আগামী ছবি ‘অচেনা উত্তম’। এখানে উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। চলতি বছরে অনেকগুলি সিনেমা মুক্তি পেয়েছে শ্রাবন্তীর। আর বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এককথায় শ্রাবন্তীর সময়টা খুব ভাল যাচ্ছে।