April 21, 2024

এই মুহূর্তে বাংলার মানুষের অত্যন্ত পছন্দের নন ফিকশন গেম শো হল জি বাংলার দিদি নাম্বার ওয়ান। অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়ের অনবদ্য সঞ্চালনা এই অনুষ্ঠানকে  পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শিখরে। দিদি নাম্বার ওয়ান বললেই প্রথমেই মনে ভেসে ওঠে রচনার মুখ।

সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ সকলেই জনপ্রিয় এই গেম শোতে অংশগ্রহণ করেন। এখানে এসে নানান বয়সের,নানান পেশার দিদিরা কঠিনতম পরিস্থিতিতেও হার না মেনে লড়াই চালিয়ে যাওয়া এবং জীবনে ঘুরে দাঁড়ানোর গল্প বলতে হাজির হন। জীবন সংগ্রামের এইসব কথা শুনে লক্ষাধিক মানুষ অনুপ্রাণিত হন। দিদি নাম্বার ওয়ানে অসংখ্য মানুষের জীবনের নানান ওঠাপড়ার গল্প তুলে ধরে জীবনযুদ্ধে জেতার দৃঢ় মনোবলকে কুর্নিশ জানায় জি বাংলা। অনেক হাসি, গল্প, মজার খেলা আর প্রচুর উপহারের ডালি নিয়ে প্রতিদিন বিকেলে রচনা বন্দোপাধ্যায়ের সঞ্চালনায় বাংলার দিদিদের নিয়ে বসে জমজমাট আসর।

দিদি নম্বর ওয়ান-এ মাঝেমধ্যেই এসে আসর জমায় একঝাঁক কচিকাঁচা। খুব তাড়াতাড়ি দিদি নম্বর ওয়ানের মঞ্চে আসছেন বাংলার এমনই বেশ কয়েকজন খুদে দিদি। তাদের মধ্যে একজন অনুষ্কা চ্যাটার্জী দিদি নাম্বার ওয়ানের মঞ্চে হাজির হতে চলেছে জুনিয়র রচনার সাজে। চ্যানেল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই শেয়ার করা হয়েছে এই পর্বের একটি প্রোমো ভিডিও।

ভিডিওতে এই জুনিয়র রচনাকে দেখে সবাই তাজ্জব। এমনকি তাজ্জব বনে গিয়েছেন খোদ রচনা বন্দোপাধ্যায়ও। রচনার সামনে দাঁড়িয়েই নার্সারিতে পড়া এই বাচ্চা হুবহু নকল করেছে অভিনেত্রীর সঞ্চালনা। যা দেখে খুব আনন্দ পেয়েছেন রচনা। জোরে হাততালি দিয়ে এই খুদে অনুষ্কার দারুন প্রশংসা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও এই ভিডিওর কমেন্ট সেকশন উপচে পড়েছে নেটিজেনদের প্রশংসাবাক্যে।