April 20, 2024

চলতি মাসে শেষ হয়ে যাচ্ছে বেশ কিছু চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক। টিআরপি কমে যাওয়ার কারণেই ধারাবাহিকগুলিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষরা।

বুধবার গুনগুনের (Gungun) মৃত্যু দিয়ে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে ষ্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক খড়কুটো (Khorkuto)। এইবারে সেই তালিকায় নাম লেখাতে চলেছে বেশ কিছু মেগা ধারাবাহিক। ষ্টার জলসায় (Star Jalsha)কিছুদিন আগেই শুরু হয়েছিল কমেডি ড্রামা ঘরানার ‘বৌমা একঘর’ (Bouma Ekghor) সিরিয়ালটি। কিন্তু তিন মাসের মধ্যেই সেটি বন্ধের মুখে। ‘মন ফাগুন’ (Mon Phagun) সিরিয়ালটিও শেষের দিকে। ঋষি-পিহুর (Rishi-Pihu) রোম্যান্টিক কেমিস্ট্রির জন্য একসময় টিআরপি তালিকার শীর্ষে ছিল ধারাবাহিকটি। কিন্তু ধীরে ধীরে নতুন সিরিয়ালের আগমনের ফলে কমে যেতে থাকে টিআরপি। জি বাংলার (Zee Bangla) নতুন সিরিয়াল লক্ষী কাকিমা সুপারস্টারের (Lokkhi Kakima Superstar) কাছে টিআরপির লড়াইয়ে হেরে যাওয়ার পরেই সিরিয়ালটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

জি বাংলার (Zee Bangla) ‘উমা’ (Uma) সিরিয়ালটিও এই মাসে শেষ হয়ে যাবে। উমার ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল সিরিয়ালটি। তার জীবন সংগ্রামের কাহিনী শুরুতে দর্শকদের উদ্বুদ্ধ করলেও বর্তমানে পারিবারিক কলহ বেশি প্রাধান্য পাওয়ায় আগ্রহ হারাচ্ছেন দর্শক।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

কালার্স বাংলার (Colors Bangla) সিরিয়ালের স্লটেও বেশ কিছু পরিবর্তন এসেছে। ‘জয় জগন্নাথ’ (Jai Jagannath) ধারাবাহিক এই সপ্তাহে শেষ হয়ে যাওয়ায় এই সময়ে সম্প্রচারিত হবে ‘মউ-এর- বাড়ি’ (Mou -Er- Bari) সিরিয়ালটি। অন্যদিকে এই সিরিয়ালের সময়ে দেখতে পাওয়া যাবে এই চ্যানেলের অন্য একটি নতুন ধারাবাহিক ‘ক্যানিং-এর-মিনু’(Canning Er Minu )। শেষ হয়ে যাওয়া সিরিয়ালের পরিবর্তে নতুন সিরিয়ালগুলিকে নিয়ে আশায় বুক বাঁধছেন দর্শক। নতুন চরিত্র, নতুন গল্প নতুনভাবে দর্শকদের আকর্ষণ করবে সেটাই আশা করছেন চ্যানেল কর্তৃপক্ষগুলিও।