April 19, 2024

কিন্নরকন্ঠী শ্রেয়া ঘোষাল বর্তমানে দেশের সেরা গায়িকা। সবমিলিয়ে এগারটি ভাষায় দুই হাজার চারশো এর বেশি গান গেয়েছেন তিনি। গোটা বিশ্ব জুড়ে অগুণতি মানুষ শ্রেয়ার গানের ভক্ত। অনেকেই শ্রেয়াকে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের উত্তরসূরী বলে মনে করেন।
মাত্র ১৪ বছর বয়সে দুর্দান্ত গান গেয়ে মঞ্চ কাঁপিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। সম্প্রতি ভাইরাল হল সেই পুরনো ভিডিও।

 শ্রেয়া মাত্র ষোলো বছর বয়সে সারেগামা নামের একটি বিখ্যাত সঙ্গীত প্রতিযোগিতার জেতেন। আর বর্তমানে সেই সারেগামাপা এর একটি পারফরমেন্স সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে শ্রেয়া একটি রাজস্থানি ফোক গান গেয়ে শোনালেন। সাথে সাথেই উপস্থিত দর্শকরা তাঁকে করতালি দিয়ে সমর্থন করলেন। শ্রেয়ার পাশে দাঁড়িয়ে ছিলেন গায়ক ও সঞ্চালক সোনু নিগম। তিনি শ্রেয়াকে জিজ্ঞেস করলেন বাঙালি হয়ে কিভাবে শ্রেয়া এত সুন্দর রাজস্থানি ভাষায় গান গাইলেন। শ্রেয়ার উত্তর দেন যে তিনি দেশের সব ভাষাই ভালোবাসেন এজন্য এই গানটি গাইতে পারলেন। তবে রাজস্থানী ভাষায় স্বচ্ছন্দে গান গাইতে পারার আরেকটি কারণ আছে। একজন বাঙালি হলেও দীর্ঘদিন বাবার কাজের সূত্রে শ্রেয়া রাজস্থানী রাওয়াতভাতারেতে বড়ো হয়েছিলেন। সে কারনেই রাজস্থানি ভাষাতে তিনি স্বচ্ছন্দ্য। সেমিফাইনালের সেই এপিসোডে উপস্থিত ছিলেন উষা খান্না, সাবির কুমারের মতো তাবড় তাবড় সঙ্গীতশিল্পী।

সারেগামা জেতার কয়েক বছরের মধ্যেই শ্রেয়া হিন্দি ছবির প্রধাণ প্লেব্যাক গায়িকা হিসেবে নিজের জায়গা তৈরী করে নিয়েছিলেন। এখনও পর্যন্ত শুধুমাত্র হিন্দি ভাষাতেই ১১০০ এর বেশি গান গেয়েছে শ্রেয়া। মারাঠি গান ‘ গানরাজ রঙ্গী নাচাতো’ প্রথমবার প্লে ব্যাক করেন তিনি। পরবর্তীকালে সঞ্জয় লীলা বনশালীর ছবি দেবদাস এর মাধ্যমে শ্রেয়া বলিউড ইন্ডাস্ট্রিতে প্লেব্যাক গায়িকা হিসেবে পা রাখেন। ২০০২ সালে মুক্তি পাওয়া ‘দেবদাস’ সিনেমায় ‘পারো’ চরিত্রের জন্য ঐশ্বর্য রাইয়ের হয়ে ইসমাইল দরবারের সুরে ৫ টি গান গেয়েছিলেন। প্রত্যেকটি গান ছিল অপূর্ব। তারপর থেকে শ্রেয়া ঘোষালকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

ইন্ডাস্ট্রিতে পা রাখার এত বছর পরেও শ্রেয়া আজও ভীষণ জনপ্রিয়। তাঁর গাওয়া গান শ্রোতাদের অসম্ভব আনন্দ দেয়। এজন্য শ্রেয়ার অল্প বয়সের গাওয়া একটি স্টেজ পারফরম্যান্স হঠাৎ করে ভাইরাল হল।