April 20, 2024

বিগত বেশ কিছুদিন ধরে বেশ অসুস্থ জি বাংলার (Zee Bangla) ’মিঠাই’ (Mithai) খ্যাত অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু (Soumitrisha Kundu)। প্রিয় অভিনেত্রীর অসুস্থতার খবরে বেশ মুষড়ে পড়ছেন অনুরাগীরা।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মিঠাই ধারাবাহিকটি। টিআরপি তালিকাতেও শীর্ষে রয়েছে এই ধারাবাহিক। মোদক পরিবারের সুখের দুঃখের কাহিনীর পাশাপাশি গ্রামের মেয়ে মিষ্টি বিক্রেতা মিঠাইয়ের এই মোদক পরিবারের বৌ হয়ে ওঠার কাহিনীও দর্শকদের বেশ মনে ধরেছে। প্রথমদিকে সিরিয়ালের গল্প অনুযায়ী নায়ক সিদ্ধার্থের সাথে গল্পের নায়িকা মিঠাইয়ের মধ্যে সদ্ভাব না থাকলেও বর্তমানে এই জুটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। এই সিরিয়ালের দৌলতে মিষ্টি সুন্দরী সৌমিত্রিষা এখন দর্শকদের নয়নের মণি।

কিছুদিন আগে কান নিয়ে রক্তাক্ত অবস্থা হয়েছিল নায়িকার। বর্তমানে জ্বরে অসুস্থ হয়ে গিয়েছেন তিনি। সংবাদসূত্রের খবর, জ্বর কমলেও বেশ দুর্বল রয়েছেন। তবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও শুটিং বন্ধ করেননি সকলের প্রিয় মিঠাই। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছেন, শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে। এমনকি তাঁর লো ব্লাড প্রেসার হয়ে গিয়েছে জ্বরের কারণে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, বিশ্রাম নিলেও শুটিংয়ে আসা বন্ধ করেননি। তাঁর শারীরিক অবস্থার কারণে প্রযোজনা সংস্থাও তাঁকে অনুরোধ করেছিল ছুটি নিতে । কিন্তু ভক্তদের কথা ভেবে আপাতত কাজেই মন দিয়েছেন নায়িকা।

চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় নিজের শীর্ষস্থান বজায় রাখতে পেরেছিল মিঠাই। তাই শারীরিক অসুস্থতাকে অগ্রাহ্য করে সেই স্থান বজায় রাখার জন্য উঠে পড়ে লেগেছে ‘তুফানমেল’। নতুন খলনায়িকা হিসাবে কাউন্সিলর প্রমীলা সাহার (Pramila Saha) আগমনে বর্তমানে গল্পের মোড় অনেকটাই ঘুরে গিয়েছে। ওমি আগরওয়ালের (Omi Agarwal) মৃত্যুর পরেই প্রবেশ ঘটেছে নতুন এই চরিত্রটির। ষ্টার জলসার (Star Jalsha) ‘আয় তবে সহচরী’ (Aay Tobe Sohochori) খ্যাত অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukherjee) রয়েছেন নাম ভূমিকায়। এমন পরিস্থিতে মিঠাই কি করে বিশ্রাম নেবে?? ‘গোপালের হেলেপে’ আপাতত নতুন খলনায়িকার মোকাবিলা করতে ব্যস্ত সবার প্রিয় ‘মিঠাইরানী’।

আট মাস আগে যাত্রা শুরু হয়েছিল মিঠাইয়ের। এই কয়দিনে দর্শকদের খুব প্রিয় ধারাবাহিকে পরিণত হয়েছে এটি। সিরিয়ালের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে কলাকুশলীদের জনপ্রিয়তাও। এখন সৌমিত্রিষার অসংখ্য অনুরাগীরা তাঁর আরোগ্য কামনা করছেন।