April 20, 2024

সোনার মূল্যের নিম্নগতি নতুন করে আশার আলোর সঞ্চার করছে ক্রেতাদের মধ্যে। চলতি মাসের শেষ মঙ্গলবারে গতকালের থেকে অনেকটাই কমেছে হলদু ধাতুর মূল্য। এই কারণে অনেকটাই স্বস্তিতে গয়নাপ্রেমীরা।

প্রতিদিনই পরিবর্তন ঘটছে সোনার মূল্যের। আজকে উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে সোনার দাম। ২২ ক্যারাট গয়না সোনার ১০ গ্রামের মূল্য গতকাল ছিল ৪৯,৫৫০ টাকা। ক্রেতাদের মুখে হাসি ফুটিয়ে আজ গয়নার সোনার মূল্য হয়েছে ৪৯,১৫০ টাকা যা গতকালের থেকে ৪০০ টাকা কম। অন্যদিকে ২২ ক্যারাট হলমার্ক সোনার মূল্য সকাল ৭টা অনুযায়ী আজকে হয়েছে ৪৯,৯০০ টাকা। মূল্যের পরিবর্তন ঘটেছে ২৪ ক্যারাটেরও। আজকে ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের মূল্য হয়েছে ৫১,৮৫০ টাকা। রুপোর দাম যেহেতু সোনার দামের সাথে তাল মিলিয়ে চলে , সেই কারণে রুপোর দামের মূল্যেরও হেরফের ঘটেছে। আজকে প্রতি কেজি রুপোর বাটের মূল্য হয়েছে ৫৪,৫৫০ টাকা।

করোনার কারণে আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে দেশীয় বাজারেও মূল্য বৃদ্ধি ঘটেছিল সোনার দামের। ২০২০ সালের অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে সোনার মূল্য হয়েছিল ৫৬,২০০ টাকা , যা এখনো পর্যন্ত রেকর্ড দর বলে ধরা হয়। আজকে সোনার মূল্য রেকর্ড দরের থেকে ৭,০৫০ টাকা কমেছে যা সবার কাছেই বেশ খুশির খবর।