April 20, 2024

প্রাচীনকাল থেকেই আমাদের মধ্যে সোনা (Gold) পরার চল রয়েছে। সোনা এই নামটার সাথে প্রতিটি মানুষেরই একটা আলাদা রকমের অনুভূতি জড়িয়ে রয়েছে। সোনার অলংকার ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা নেহাতই কম। সামনেই আসতে চলেছে বিয়ের মরশুম এবং বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। আর এরই মধ্যে গতদিন সামান্য একটু দাম বাড়ার পর ফের আজ দাম কমল সর্বাধিক চাহিদা সম্পন্ন এই হলুদ ধাতুর। আজ লক্ষ্মীবারে অর্থাৎ চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবারে সামান্য কিছুটা দাম কমল হলুদ ধাতুর দর। এর ফলে মুখে হাসি ফুটেছে সাধারন মধ্যবিত্ত মানুষের।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সোনার দামে ওঠানামা লেগেই রয়েছে। এমনিতেই পুজো উপলক্ষে বাঙালিদের মধ্যে সোনা কেনার হিড়িক বেড়ে যায়। আর তারই মধ্যে সোনার দামের এই সামান্য পতন একটু হলেও স্বস্তি দিয়েছে সাধারণ মানুষদের। আজ বৃহস্পতিবার ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম গত দিনের তুলনায় ৩০০ টাকা কমে হয়েছে ৫১,৬০০ টাকা (Gold Prices) হয়েছে। ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৩০০ টাকা কমে দাঁড়িয়েছে ৪৯,৭০০ টাকায়। আবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ২২ ক্যারেট ১০ গ্রাম গয়না সোনার দামও গতদিনের তুলনায় ৩০০ টাকা কমে হয়েছে ৪৮,৯৫০ টাকা। এই দিন কলকাতায় প্রতি কেজির উপর রুপোর (Silver) বাটের দাম হয়েছে ৫৪,৩৫০ টাকা। প্রতি কেজিতে খুচরো রুপোর উপর দাম হয়েছে ৫৪,৪৫০ টাকা।

উল্লেখ্য ২০২০ সালে করোনার প্রথম ঢেউয়ের সময় সোনার দাম ঊর্ধ্বমুখী হতে হতে আগস্ট এর দ্বিতীয় সপ্তাহে রেকর্ড দর ৫৬,২০০ টাকায় পৌঁছে গিয়েছিল। আজ বৃহস্পতিবার সপ্তাহের চতুর্থ দিনেই সোনার দাম রেকর্ড দরের থেকে ৭২৫০ টাকা কমে গিয়ে হয়েছে ৪৮,৯৫০ টাকা।