April 20, 2024

পুজোর ঢাক বেজে উঠেছে শহরতলিতে। সামনেই আসছে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। হাতে রয়েছে আর কয়েকটা দিন। এইসময় শাড়ি, জামাকাপড় কেনার পাশাপাশি সোনার অলংকার কেনারও হিড়িক বেড়ে যায় মানুষের। কমবেশি আমরা সকলেই সোনার অলংকার ব্যবহার করি। আর এরই মধ্যে চলতি সপ্তাহের লক্ষ্মীবার বৃহস্পতিবারে গত দিনের তুলনায় ফের দাম বাড়ল সর্বাধিক চাহিদা সম্পন্ন এই হলুদ ধাতুর। এর ফলে ফের দুশ্চিন্তায় পড়লেন সাধারণ মধ্যবিত্ত মানুষেরা।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সোনার দামে ওঠানামা লেগেই রয়েছে। এমনিতেই পুজো উপলক্ষে বাঙালিদের মধ্যে সোনা কেনার প্রবণতা বেড়ে যায়। আর তারই মধ্যে সোনার দামের এই মূল্যবৃদ্ধি অনেকটাই হতাশ করল সাধারণ মানুষদের। আজ বৃহস্পতিবার বেলা এগারোটা অনুযায়ী ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম গত দিনের তুলনায় ২৭০ টাকা বেড়ে হয়েছে ৫০,৮৯০ টাকা (Gold Prices) হয়েছে। একইভাবে ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ২৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৬,৬৫০ টাকায়। আজ সকাল সাতটা অনুযায়ী ২২ ক্যারেট গহনার সোনার দাম ছিল ৪৮,৫৫০ টাকা। প্রতি কেজি রুপোর বাটের মূল্য (বেলা ১১টা অনুযায়ী) ১ হাজার ৪০০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৪,২০০ টাকা।

উল্লেখ্য, ২০২০ সালে করোনার প্রথম ঢেউয়ের সময় সোনার দাম ঊর্ধ্বমুখী হতে হতে আগস্ট এর দ্বিতীয় সপ্তাহে রেকর্ড দর ৫৬,২০০ টাকায় পৌঁছে গিয়েছিল। আজ সপ্তাহের চতুর্থ দিন বৃহস্পতিবার সোনার দাম রেকর্ড দরের থেকে ৭,৬৫০ টাকা কম রয়েছে।