April 20, 2024

সোনার দাম (Gold Price) জুলাই মাসের শেষ দিনে আবার বেড়ে গিয়েছে। নতুন মাসের শুরুর আগেই গত কয়েকদিন ধরে সোনার দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিয়ের মরশুম চলার ফলে সোনার চাহিদা এমনিতেই বেড়ে গিয়েছে, অন্যকে উপহার দেওয়ার জন্য বা নিজস্ব ব্যবহারের জন্য অনেকেই এই সময় সোনার গয়না বা সোনা দিয়ে তৈরি জিনিসপত্র ক্রয় করে থাকেন। তাই স্বাভাবিকভাবেই রবিবার চাহিদাসম্পন্ন এই ধাতুর দাম আবার ৫২ হাজারের গণ্ডি ছাড়িয়ে যাওয়ায় সাধারণ মানুষদের পকেটে টান পড়তে চলেছে।

আজ সপ্তাহের প্রথম দিনেই সোনার দাম আবারও খানিকটা বেড়ে গিয়েছে। সোনার পাশাপাশি আজ রুপোর দাম‌ও (Silver Price) কিছুটা বৃদ্ধি পেয়েছে। সর্বাধিক চাহিদাসম্পন্ন এই দুই ধাতুর দাম আজ অল্প পরিমাণে বেড়ে গেলেও সাধারণ মানুষজন ও ব্যবসায়ী তাতেই চিন্তিত হয়ে উঠেছেন। গতকালের পর আজকেও দামের এই উত্থান আবারও সকলকেই বেশ চিন্তায় ফেলে দিয়েছে। ৩১ জুলাই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম ১০০ টাকা বেড়ে গিয়ে ৫২,২৫০ টাকা হয়ে গিয়েছে। আজকের এই দাম রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) থেকে ৩,৯৫০ টাকা কম রয়েছে।

পাশাপাশি, ২২ ক্যারাট সোনার দাম‌ও রবিবার বৃদ্ধি পেয়েছে। আজ ২২ ক্যারাট গহনা সোনার ১০ গ্রামের দাম ১০০ টাকা বেড়ে হয়েছে ৪৯,৬০০ টাকা এবং ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম‌ও ১০০ টাকা বৃদ্ধি পেয়ে ৫০,৩৫০ টাকায় দাঁড়িয়েছে। সোনার সাথে আজ ছুটির দিনে আরেক চাহিদাসম্পন্ন ধাতু রুপোর দাম‌ও (Silver Price) বেশ খানিকটা বেড়েছে। রবিবার প্রতি কেজি রুপোর বাটের দাম ৭০০ টাকা বৃদ্ধি পেয়ে ৫৮,৪৫০ টাকা এবং প্রতি কেজি খুচরো রুপোর দাম‌ও ৭০০ টাকা বেড়ে ৫৮,৫৫০ টাকায় পৌঁছে গিয়েছে।