April 20, 2024

আজ আবারও সোনার দাম (Gold Price) বেশ খানিকটা কমে গিয়েছে! ফলে সাধারণ মানুষদের চিন্তা কিছুটা হলেও কমেছে। বিয়ের এই মরশুমে অন্যকে উপহার দেওয়ার জন্য বা নিজস্ব ব্যবহারের জন্য এই সোনার গয়না বা সোনা দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র কেনা-বেচার হার বৃদ্ধিলাভ করে। সেই সময়ে পুরো জুলাই মাস জুড়েই সোনার দাম বারংবার ওঠা-নামা করেছে। তাই আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সোনার দামের এই পতন সাধারণ মানুষদের জন্য এক ঝলক খুশি নিয়ে এসেছে। চলুন সোনার দাম কমে আজ কততে দাঁড়িয়েছে দেখে নেওয়া যাক।

আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে মঙ্গলবার ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৩২ টাকা কমে হয়েছে ৪,৬৫৮ টাকা এবং ৮ গ্রামের দাম ২৫৬ টাকা কমে হয়েছে ৩৭,২৬৪ টাকা। এর সাথেই, ১০ গ্রামের দাম ৩২০ টাকা হ্রাস পেয়ে ৪৬,৫৮০ টাকা হয়েছে। এর সাথেই ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৩৮ টাকা কম হয়ে ৫,০৭৮ টাকা হয়েছে এবং ৮ গ্রামের দাম ৩০৪ টাকা কমে হয়েছে ৪০,৬২৪ টাকা।

মঙ্গলবার কলকাতা শহরে ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম কম হয়েছে ৩৮০ টাকা, আজকের দাম পৌঁছেছে ৫০,৭৮০ টাকায়। রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) থেকে আজকের এই দাম ৫,৪২০ টাকা কম রয়েছে। পাশাপাশি, আজ অর্থাৎ ২৬ জুলাই আরেক অন্যতম চাহিদাসম্পন্ন ধাতু রুপোর দাম‌ও (Silver Price) হ্রাস পেয়েছে। মঙ্গলবার কলকাতা শহরের বুকে প্রতি কেজি রুপোর বাটের দাম ৪০০ টাকা কম হয়ে ৫৪,৫০০ টাকায় অবস্থান করছে। এই টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে সোনা-রুপোর দামের (Gold and Silver Price) এই পতনে সাধারণ মানুষ ও ব্যবসায়ীমহল খানিক স্বস্তিলাভ করেছেন।