Homeনিউজমধ্যবিত্তের জন্য সুখবর, একধাক্কায় কমে গেল ২২-২৪ ক্যারেট সোনার দাম

মধ্যবিত্তের জন্য সুখবর, একধাক্কায় কমে গেল ২২-২৪ ক্যারেট সোনার দাম

ভারতীয় বাজারে ফের পতন সোনার দামের। চলতি বছরে বেশ কয়েকবার তাল মিলিয়ে সোনার দাম নিম্নমুখী। কখনো হুড়মুড়িয়ে কলকাতার বাজারে দাম কমছে তো কখনো হুড়মুড়িয়ে দাম কমছে ভারতীয় বাজারে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে শুধু ভারতীয় বাজার কিংবা কলকাতার বাজারে নয় সোনার দাম কমছে বিশ্ববাজারে ও। চলতি বছরে এইরূপ সোনার দাম কমায় আশার আলো দেখছেন মধ্যবিত্ত সকল পরিবারই।

চলতি মাসের সোমবারে ফের সোনার দাম এর পতন। দাম কমলো ভারতীয় বাজারে। সোমবার যেটি সপ্তাহের প্রথম কর্মদিবস হিসেবে মানা হয় সেদিন এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম কমে দাঁড়িয়েছে ৪৬,৯৩৫ টাকা। সোনার সাথে সাথে দাম কমেছে রুপালি ধাতু অর্থাৎ রুপোর ও। ১ কিলোগ্রাম রুপোর দাম কমে দাম হয়েছে ৬২,২৭৬ টাকা।

গত সেশনে ১০ গ্রাম সোনার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৬০০ টাকার মত ঊর্ধ্বমুখী হয়েছিল। গত সপ্তাহে সোনার দাম চার মাসের সর্বনিম্ন স্তরে পৌঁছানোর পর খানিকটা মুখোমুখি হয়েছিল এই সোনালী ধাতু। এক কেজি রুপোর দাম উত্থান হয়েছিল ১,৩৫০ টাকা। বিশেষজ্ঞ মহল মনে করছিলেন যে, তুলনায় ভালো ফল মিলেছে মারকিন বেতন সংক্রান্ত পরিসংখ্যানে। ডলার বেশ শক্তিশালী হয়েছিল। এই কারণেই বিশ্ববাজারে কমে গিয়েছিল সোনালী ধাতুর দাম। যার প্রভাব পড়েছিল ভারতীয় বাজারে ও। ১০ গ্রাম সোনার দাম ৪৫,৮০০ টাকায় কমে নেমে এসেছিল।

MOST POPULAR ARTICLES