Homeনিউজমাসের শুরুতেই হুড়মুড়িয়ে কমে গেল ২২-২৪ ক্যারেট সোনার দাম, দেখে নিন বাজারদর

মাসের শুরুতেই হুড়মুড়িয়ে কমে গেল ২২-২৪ ক্যারেট সোনার দাম, দেখে নিন বাজারদর

ফের সোনার দামের (Gold Price) পতন। গত বছরে করোনা মহামারীর জেরে সোনার দাম রেকর্ড অঙ্কে পৌঁছেছিল তবে এই বছরে একাধিকবার সোনার দামের উঠানামা লক্ষ্য করা যাচ্ছে। কখনো ভারতীয় বাজারে আবার কখনো বিশ্ববাজারে কিংবা কলকাতার বাজারে সোনার দামের পতন লক্ষ্য করা গেছে। এবারে শুধু কলকাতায় না বড় বড় শহরেও সোনার দামে পতন করা গেল।

কলকাতায় ২২ ক্যারট ১ গ্রাম সোনার দাম ১৫ টাকা কমে নতুন দাম হয়েছে ৪,৬৮০ টাকা। ৮ গ্রামের দাম ১২০ টাকা কমে নতুন দাম হয়েছে ৩৭,৪৪০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১৫০ টাকা কমে নতুন দাম হয়েছে ৪৬,৮০০ টাকা। ১০০ গ্রাম সোনার ১৫০০ টাকা কমে নতুন দাম হয়েছে ৪,৬৮,০০০ টাকা।

অপরদিকে ২৪ ক্যারাট ১ গ্রাম সোনার দাম ১৫ টাকা কমে নতুন দাম হয়েছে ৪,৯৫০ টাকা। ৮ গ্রামের সোনার দাম ১২০ টাকা কমে নতুন দাম হয়েছে ৩৯,৬০০ টাকা। ১০ গ্রামের দাম ১৫০ টাকা কমে নতুন দাম হয়েছে ৪৯,৫০০ টাকা। ১০০ গ্রামের দাম ১৫০০ টাকা কমে নতুন দাম হয়েছে ৪,৯৫,০০০ টাকা।

গতকালও লক্ষ্য করা গিয়েছিল সোনার দাম কমেছে। গতকালের মতোই আজও একইভাবে সোনার দামের পতন বেশ নজর কাড়ছে। বিশেষজ্ঞ মহল মনে করছে মধ্যবিত্ত বাঙালির সোনা কেনার এটাই সবচেয়ে উপযুক্ত সময়।

MOST POPULAR ARTICLES