চীনের সরকার তাদের দেশের মানুষের মনের মধ্যে সবসময় কমিউনিস্ট ভাবধারা ঢুকিয়ে দেবার চেষ্টা করে। এমনকি চীনে মুসলিম, খ্রিস্টান ধর্ম নিষিদ্ধ করা হয়েছে। চীনে বৌদ্ধ ধর্মই প্রচলিত। অন্যান্য ধর্ম নিষিদ্ধ করা হলেও চীনে হিন্দু ধর্ম দারুনভাবে বিস্তার লাভ করেছে একটি ভাইরাল হওয়া ভিডিও থেকে স্পষ্ট প্রমাণ মিলেছে।
সম্প্রতি ইসকনের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে চীনের রাস্তায় একদল তরুণ তরুণী দিনের বেলাতেই খোল করতাল নিয়ে ‘হরে কৃষ্ণ’ নাম গাইছেন। ভিডিওটি পোস্টের পরেই মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
Hari Naam Sankirtan #China pic.twitter.com/KaFyRuzg1Q
— Iskcon,Inc. (@IskconInc) August 31, 2020
এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, চীনের তরুণ এবং তরুণীরা ঠিক ভারতীয় হিন্দুদের সাজে সেজে ‘হরে কৃষ্ণ’ নামে মেতেছেন। তরুণীদের পরনে শাড়ি এবং তরুণদের পরনে ধুতি পাঞ্জাবি। তারা যেভাবে খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ নামে মেতেছেন তা দেখতে রাস্তায় ভিড় জমিয়েছেন বহু মানুষ। এর সাথে চীনে অবস্থিত ইসকনের ভক্তগণ চীনা ভাষায় লেখা কৃষ্ণের বই বিক্রি করছেন। চীনের সরকার ভারতের যতই বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেনো ভারতে অবস্থিত ইসকন মন্দিরের ভক্ত চীনে রয়েছে তার স্পষ্ট প্রমাণ দিল এই ভিডিওটি।