IPL 2020: পয়েন্ট টেবিলের লাস্ট বয় ধোনির CSK, ট্রোলের ঝড়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

92

ক্রিকেটপ্রেমীরা সারাবছর অপেক্ষায় থাকে আইপিএলের জন্য। এবছর করোনা মহামারীর কারণে অনেকটাই পিছিয়ে গেছে আইপিএল। ভারতে আইপিএল করার পরিস্থিতি না থাকায় আমিরশাহীতে করা হয়েছে সকলের প্রিয় IPL।

গতকাল ডেভিড ওয়ার্নারের অধিনায়কত্বে দিল্লিকে ১৫ রানে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখলো সানরাইজার্স হায়দরাবাদ। আর তাতেই আইপিএলের পয়েন্ট টেবিলে বিরাট পরিবর্তন ঘটেছে।

তিনটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতেই পয়েন্ট টেবিলের ৮ নম্বর থেকে ৬ নম্বরে উঠে এসেছে ডেভিড ওয়ার্নারের দল। আর এদিকে ধোনির চেন্নাই সুপার কিংস এখন পয়েন্ট টেবিলের একদম শেষে। অর্থাৎ পয়েন্ট টেবিলের লাস্ট বয় এখন ধোনির CSK। আর ইতিমধ্যেই ধোনির সিএসকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়।

আইপিএলের প্রথম ম্যাচেই মুম্বাইকে হারিয়েছিল চেন্নাই। অর্থাৎ জয় দিয়েই আইপিএলের অভিযান শুরু করেছিল ধোনির দল। কিন্তু রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের কাছে পরপর দুটি ম্যাচ হেরে অনেকটাই পিছিয়ে গেছে সিএসকে। তাই এই নিয়ে একাধিক ট্রোল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আগামী ১২ ই অক্টোবর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামবে CSK।

আরও পড়ুন:   ওরকম সুন্দরী স্ত্রী থাকতেও কেন অবসাদগ্রস্ত বিরাট? যা বললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার