দুপুর ২ঃ৪০ নাগাদ কঙ্গনা মুম্বাই বিমানবন্দরে পৌঁছান বলিউড কুইন কঙ্গনা রানাউত। চরম বিক্ষোভের মুখোমুখি হন কঙ্গনা রানাউত ও শিবসেনা। উল্লেখ্য, শিবসেনার মুখপাত্র হুঙ্কার দেন, “সাহস থাকলে মুম্বইয়ের মত আহমেদাবাদকে মিনি পাকিস্তান বলুক কঙ্গনা’ এমনকি কঙ্গনাকে মুম্বাই না ফেরার হুমকিও দেন সঞ্জয় রাউত।
এরপরেই কঙ্গনা জানান, ৯ই সেপ্টেম্বর ফিরছি মুম্বাই, কারোর বাপের ক্ষমতা থাকলে আটকাক। এরপরেও কঙ্গনা মুম্বাইকে তালিবান সাম্রাজ্য ও বাবর বাহিনি বলতেও কুণ্ঠা বোধ করেননি। এর জেরেই মুম্বাই বিমানবন্দরে সামিল হন শিবসেনার সমর্থকরা, অন্যদিকে কর্নি সেনার সমর্থকরাও মুম্বাই বিমানবন্দরে উপস্থিত হয়ে বিক্ষোভ শুরু করে।
Maharashtra: Visuals from Chhatrapati Shivaji Maharaj International Airport in Mumbai.
Actor Kangana Ranaut to arrive at the airport shortly. pic.twitter.com/xgwryJ0ugr
— ANI (@ANI) September 9, 2020
সময় ২ঃ৪৭ এ কঙ্গনা তাঁর টাইট সিকিউরিটির সঙ্গে বেড়িয়ে যান মুম্বাই এয়ারপোর্ট থেকে। সঞ্জয় রাউত কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন কঙ্গনা। এবারে সেই চ্যালেঞ্জ এক্সপেট করেই মুম্বাই বিমানবন্দর থেকে সোজা গাড়িতে ওঠেন।
किसी के पिता की जागीर है मुम्बई?
ये महाराष्ट्र में क्या हो रहा है @OfficeofUT? https://t.co/MApWS6h1Qk— Parvesh Sahib Singh (@p_sahibsingh) September 4, 2020
এই সম্পর্কে বিস্তারিত খবর জানতে আমাদের সঙ্গে থাকুন।