March 29, 2024

বর্তমান যুগে দূষণের কারণে ত্বকের সমস্যা একটা খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ত্বককে সুস্থ ও সুন্দর রাখার জন্য কিছু না করলে নানান ধরণের ত্বকের অসুখ হওয়াও অসম্ভব নয়। অথচ ঘরোয়া কিছু সাধারণ জিনিস ব্যবহার করেই ত্বকের যত্ন নেওয়া সম্ভব। ত্বকের যত্নের জন্য বাজারের দামী প্রোডাক্ট ব্যবহার করার দরকার নেই।

বেসন আমাদের সবার রান্নাঘরে থাকে। আপনার ত্বকের সমস্যায় ব্যবহার করতে পারেন বেসন। খুব বেশি টাকা খরচ না করেই আপনার ত্বক হয়ে যেতে পারে ভীষণ সুন্দর। তাই বেসনের এই প্যাকটি অবশ্যই একবার ব্যবহার করে দেখুন। আপনার ত্বককে একেবারে পাল্টে দেবে। আপনার ত্বক ভীষণ মোলায়েম হয়ে উঠবে। আপনি ভাবতেও পারবেন না বাজারচলতি ক্রিম যা করতে পারে না বেসন তাই করে দেখাবে। সামান্য টাকা খরচ করলেই বেসন কিন্তু আপনাকে পরিবর্তন এনে দেবে।

বেসনের সাথে টকদই খুব ভালো করে মিশিয়ে নিন। প্রতিদিন স্নানে যাওয়ার আগে খুব ভালো করে মুখে, পিঠে, গলায় অথবা সারা গায়ে ভালো করে ঘষে লাগান। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বক কত সুস্থ হয়ে গেছে।

বেসনের সঙ্গে খুব ভাল করে মিশিয়ে নিন কফি পাউডার। এর সাথে পরিমাণমত দুধ ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি খুব ভাল স্ক্রাবারের কাজ করে। সপ্তাহে দুদিন এই স্ক্রাব ব্যবহার করলেই যথেষ্ট। ত্বকের জেল্লা ফিরে আসবে।

বেসনের সঙ্গে মধু খুব ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি স্নানে যাওয়ার আগে ভালো করে মুখে লাগিয়ে নিন। সপ্তাহে তিন দিন করলেই যথেষ্ট। মধু ত্বককে মোলায়েম করে তুলবে।