April 19, 2024

আমাদের রান্নাঘরে যে শুধুমাত্র পেট পুজো হয় এমনটা নয়। এই রান্নাঘরেই লুকিয়ে আছে এমন অনেক সামগ্রী যা আপনার জীবনের বড় বড় সমস্যার সমাধান করে দিতে সক্ষম। অবাক হচ্ছেন তো? কথাটা ভুল নয়। বাস্তুবিদরা মনে করেন, রান্না ঘরে থাকা কয়েকটি ছোটখাট জিনিস আপনার জীবনকে বদলে দিতে পারে। যেমন তেজপাতা, লবঙ্গ আর নুন এই তিন বস্তু করতে পারে সমস্যার সমাধান। কীভাবে? চলুন দেখে নেওয়া যাক।

১) তেজপাতা – অমাবস্যার পরেরদিন থেকে পূর্ণিমার দিন পর্যন্ত প্রতিদিন আপনাকে এই কাজটা করতে হবে। তেজপাতা নিয়ে তার ওপরে চন্দন দিয়ে আপনার মনের ইচ্ছে লিখতে হবে প্রত্যেকদিন। এই তেজপাতাগুলোকে এক জায়গায় জমিয়ে রাখতে হবে। তারপরে পূর্ণিমার পরের দিন এগুলোকে একসঙ্গে পুড়িয়ে দিতে হবে। এই প্রক্রিয়াটি করলে আপনার জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে।

২) লবঙ্গ – যদি আর্থিক সমস্যা ও সাংসারিক কলহ দূর করতে চান তবে একটি কাঁচের পাত্রের মধ্যে বেশ কয়েকটা লবঙ্গ নিয়ে ঘরের এক কোণে রেখে দিতে পারেন। এটি যদি আপনি নিয়ম করে করতে পারেন, তাহলে সাংসারিক কলহ একেবারে দূর হয়ে যাবে। তবে প্রত্যেক মাসে বাটির লবঙ্গ আপনাকে বদলাতে হবে।

৩) নুন- বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন, ঘরের কোণে একটা বাটিতে একটু নুন রেখে দিতে পারেন। এটি আপনার গৃহে পজিটিভ এনার্জিকে অনেকাংশে টেনে আনতে পারে। তবে মাঝেমধ্যেই বাটির নুন আপনাকে বদল করতে হবে। বাথরুমের মধ্যে ছোট্ট একটা কাঁচের বাটিতে নুন রেখে দিতে পারেন। কারণ আমাদের ঘরের মধ্যে বাথরুমের মধ্যে সবচেয়ে বেশি নেগেটিভ এনার্জি থাকে।

তাহলে আর দেরী কেন! জীবনের সমস্যাগুলির চটজলদি সমাধান করে ফেলুন রান্নাঘরের মশলাপাতি দিয়ে।