March 21, 2024

ভারতীয় বাজারে সোনার দামের (Gold Price) গত কয়েকদিন ধরে ক্রমাগত উত্থান-পতন লেগেই রয়েছে। কোনো কোনো দিন সোনার দাম এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে গিয়েছে, আবার পরের দিনই সেই দাম কমে গিয়েছে। এই টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতির মাঝেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে বিয়ের মরশুম চলছে। সাধারণ মানুষদের মধ্যে এই সময় নিজেদের সঞ্চিত অর্থ ব্যয় করে সোনার গয়না বা সোনা দিয়ে তৈরি অন্যান্য জিনিসপত্র ক্রয় করার প্রবণতা অনেকাংশে বৃদ্ধি পেয়ে থাকে। বর্তমানে অবশ্য সোনার পাশাপাশি রুপোর চাহিদাও বেড়ে গিয়েছে।

এই সময়ের মধ্যে আজ সাধারণ মানুষদের স্বস্তি দিয়ে চলতি সপ্তাহের লক্ষ্মীবারে অর্থাৎ বৃহস্পতিবারে সোনার দাম খানিকটা হ্রাস পেয়েছে। পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা শহরে আজ সোনার দাম কিছুটা হলেও কমেছে। বৃহস্পতিবার ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম ৫০ টাকা কমে হয়েছে ৫১,৪০০ টাকা। রেকর্ড দরের (৫৬,২০০ টাকা) থেকে এই দাম ৪,৮০০ টাকা কম রয়েছে।

কলকাতায় ২২ ক্যারাট সোনার দাম‌ও কম হয়েছে। ২২ ক্যারাট গহনার সোনার ১০ গ্রামের দাম ৫০ টাকা কমে যথাক্রমে ৪৮,৭৫০ টাকায় দাঁড়িয়েছে। ২২ ক্যারাট হলমার্ক সোনার‌ও দাম কমেছে, ১০ গ্রাম সোনার দাম আজ ৫০ টাকা কমে হয়েছে ৪৯,৫০০ টাকা। তবে কলকাতায় আজ সোনার দাম কমলেও আরেক চাহিদাসম্পন্ন ধাতু রুপোর দাম (Silver Price) বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি রুপোর বাটের দাম লক্ষ্মীবারে ৫০ টাকা বেড়ে হয়েছে ৫৪,৯০০ টাকা। প্রতি কেজি খুচরো রুপোর দাম‌ও আজ ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে, আজকের দাম ৫৫,০০০ টাকায় অবস্থান করছে। আজ অর্থাৎ ২৮ জুলাই সোনার দামের পতনে সাধারণ মানুষদের পাশাপাশি ব্যবসায়ীমহল‌ও খুশি হয়েছেন, তবে রুপোর দামের উত্থান সকলকেই খানিক চিন্তায় রেখেছে।