April 11, 2024

সোনার দাম (Gold Price) আজ আগস্ট মাসের প্রথম দিনেই হ্রাস পেয়েছে। গত মাস অর্থাৎ জুলাই মাসের শেষ তিন দিন পরপর সর্বাধিক চাহিদাসম্পন্ন এই হলুদ ধাতুর দাম বেড়ে গিয়েছিল। বিয়ের মরশুমের মধ্যে সোনার দাম বাড়তে থাকায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। অপরদিকে, দাম বৃদ্ধির ফলে ব্যবসা আবার ক্ষতিগ্রস্ত হবে ভেবে ব্যবসায়ীমহল‌ও শঙ্কিত হয়েছিলেন।

অবশেষে আগস্ট মাসের প্রথম দিনেই সোনার দাম কমে যাওয়ায় সকলের মুখেই হাসি ফুটেছে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরের বুকে আজ ২২ ক্যারাট হলমার্ক সোনার ১ গ্রাম ও ৮ গ্রামের দাম যথাক্রমে রয়েছে ৪,৭১০ টাকা ও ৩৭,৬৮০ টাকা। সোমবার ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম আছে ৪৭,১০০ টাকা। ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০০ গ্রামের দাম আজ আছে ৪,৭১,০০০ টাকা।

এবারে দেখে নিন সপ্তাহের প্রথম কর্মদিবসে কলকাতায় ২৪ ক্যারাট পাকা সোনার কত গ্রামে দাম কত রয়েছে। আজ ২৪ ক্যারাট পাকা সোনার ১ গ্রাম ও ৮ গ্রাম সোনার দাম যথাক্রমে ৫,১৩৮ টাকা ও ৪১,১০৪ টাকা রয়েছে। ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম আজ অর্থাৎ ১লা আগস্ট ৫১,৩৮০ টাকায় দাঁড়িয়েছে। আজকের এই দাম রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) থেকে ৪,৮২০ টাকা কম রয়েছে। পাশাপাশি, সোমবার সোনার দামের সাথে সাথেই আরেক চাহিদাসম্পন্ন ধাতু রুপোর দামের‌ও পতন ঘটেছে। আজ কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ৫৮,০০০ টাকায় অবস্থান করছে। তিন দিন পর সোনা ও রুপোর দামের (Gold and Silver Price) এই পতন সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের স্বস্তিপ্রদান করেছে।