April 20, 2024

সোনার (Gold) দাম পড়ল সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবারে। বর্তমানে কিছুটা দামে হ্রাস ঘটায় মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের। ভারতে মূলত সোনার দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপর। তবে কিছুদিন আগে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে ভারতবর্ষে সোনার দাম বেশ কিছুটা চড়া ছিল। বর্তমানে সোনার দাম বাড়া কমা নিয়ে সকলেই নাজেহাল। বিশেষজ্ঞদের মতে এটাই সোনা কেনার মোক্ষম সময়।

কেন্দ্রীয় সরকার সোনার (Gold) উপর আমদানি শুল্ক ৫ শতাংশ বাড়ানোর পরই দেশীয় বাজারে সোনার দাম বেড়েছিল। কয়েকদিন ধরে সোনার দামে সেই প্রতিফলনই দেখা গেছে। বিশ্ববাজারে বেশ কয়েক দিন ধরে সোনার দামে পতন দেখা গিয়েছে। আজ বুধবার কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৫১,৫০০ টাকা (Gold Prices In Kolkata) হয়েছে। অন্যদিকে ২২ ক্যারেট ১০ গ্রাম গয়না সোনার দাম দাঁড়িয়েছে ৪৮,৮৫০ টাকায়। রুপোর দাম (Silver Price) ও আগের দিনের তুলনায় কমেছে। এই দিন কলকাতায় প্রতি কেজির উপর রুপোর বাটের দাম হয়েছে ৫৬,৫০০ টাকা এবং প্রতি কেজি খুচরো রুপোর দাম দাঁড়িয়েছে ৫৬,৬০০ টাকা। এদিনের সোনা রুপোর দরে ধনী থেকে মধ্যবিত্ত সকলেই হাফ ছেড়ে বাঁচলেন।

উল্লেখ্য ২০২০ সালে করোনার প্রথম ঢেউয়ের সময় সোনার দাম ঊর্ধ্বমুখী হতে হতে আগস্ট এর দ্বিতীয় সপ্তাহে রেকর্ড দর ৫৬,২০০ টাকায় পৌঁছে গিয়েছিল। আজ বুধবার সপ্তাহের তৃতীয় দিনে সোনার দাম রেকর্ড দরের থেকে ৭৩৫০ টাকা কমে গিয়ে হয়েছে ৪৮,৮৫০ টাকা।