Viral: হলুদ শাড়ি ও লাল ব্লাউজে মাঝ রস্তায় উদ্দাম নাচ সুন্দরী বৌদির, রইল ভিডিও

5

সোশ্যাল মিডিয়া মানেই ঘরে বসে যে এন্টারটেইনমেন্ট। আর লক ডাউনে বন্দি মানুষের কাছে ভালো থাকার উপকরণগুলোর মধ্যে অন্যতম হল নাচ। কেবল টিভির রিয়ালিটি শো নয় আমাদের আশপাশেই এমন অনেক প্রতিভা আছে যাদের আমরা দেখেও দেখি না। কিন্তু করোনা আমাদের শিখিয়ে দিয়েছে আমাদের চারপাশে এমন অনেক প্রতিভা আছেন যারা কেবল প্রচারের অভাবে চাপা পরে যায়। এমনকি আমাদের মধ্যেই থাকা সুপ্ত প্রতিভার হদিস মেলে এইসব সোশ্যাল মিডিয়ায় দৌলতে।

আরও পড়ুন:   কাঁধ থেকে বেরিয়েছে আরো একটি পা, মন্দিরের সামনে দাঁড়িয়ে বিরল গরু, তুমুল ভাইরাল ভিডিও

এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক সুন্দরী মহিলার নাচ। কিন্তু এতদিন ধরে আমরা কেবল কিশোরী বা যুবতীদের নাচ দেখেই অভ্যস্থ ৷ এবার যিনি নাচ করেছেন তিনি একজন গৃহবধূ। তিনি প্রমান করে দিয়েছেন বয়স কেবল একটা সংখ্যা।

আরও পড়ুন:   মদ্যপ অবস্থায় শ্বশুরকে জড়িয়ে চুমু খেলেন ঐশ্বর্য রাই, প্রকাশ্যে লজ্জায় পড়লেন অমিতাভ

ফাকা রাস্তায় হলুদ শাড়ি আর লাল ব্লাউস পরিহিতা এক মহিলা দুর্দান্ত ভঙ্গিমায় নেচে চলেছেন। তাকে দেখে বোঝাই দায় যে তিনি একজন ঘরের বধূ । তার নাচে রয়েছে ফুল এনার্জি আর এক্সপ্রেশন৷ একটি জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করেছেন ওই মহিলা ৷ তার নিজের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও শেয়ার করা হয়েছে৷ উল্লেখ্য এর আগেও ওই মহিলা অনেক রিল ভিডিও তৈরী করেছেন সেগুলির ভিউয়ার প্রায় ৬০,০০০ এর কাছাকাছি ৷

আরও পড়ুন:   স্বল্প পোশাকে ক্যাটরিনার সঙ্গে তুমুল নাচলেন রানু মণ্ডল, ভক্তদের বানানো ভিডিও মুহূর্তেই ভাইরাল

মহিলার নাচ দেখে তার তারিফ করেছে নেটিজেন । এই নাচ দেখে অনেক গৃহবধূ তাদের নিজেদের ভিতরে লুকিয়ে থাকা ট্যালেন্ট প্রকাশ করতে আগ্রহী হয়েছেন৷ বলা যেতে পারে কেবল গৃহকর্ম নয় চাইলে ঘরের বৌ রা সব পারেন৷