April 20, 2024

সস্তায় অত্যাধুনিক ফিচার নিয়ে গাড়ি বাজার মাতাতে আসছে অল্টোর (ALTO) নতুন গাড়ি। এই খবরে গাড়িপ্রেমীরা যে বেশ খুশি হবেন সেটা বলাই বাহুল্য।

চার চাকার গাড়ি কেনার স্বপ্ন অনেকেই দেখে থাকেন। কিন্তু গাড়ির আকাশছোঁয়া দামের কাছে মাথা নত করতে হয় তাঁদের। সেইসব গাড়িপ্রেমী মধ্যবিত্তদের সাধ এবং সাধ্যের মধ্যে বরাবরই সামঞ্জস্য রেখে এসেছে মারুতি সুজুকি (Maruti suzuki)। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। শুধুমাত্র শহরের মানুষই নন গ্রামের মানুষও যাতে ব্যবহার করতে পারেন চারচাকা সেকারণে গাড়ির দাম সাধ্যের মধ্যেই রাখার চেষ্টা করেছে মারুতি কোম্পানি।

১৮ই অগাস্ট বাজারে এসেছে মারুতি সুজুকির নতুন অল্টো মডেলের গাড়ি। গাড়ির মডেল অনেকটাই মারুতি কে১০ (k10) -এর মতো। এর মধ্যে রয়েছে ফ্রন্ট গ্রিল, নতুন ডিজাইনের হেড ল্যাম্প সহ আরো অনেক সুবিধা। গাড়িটিকে দেখে অনেকেই হাবচ্যাক সিলারিওর সঙ্গে মিল পেয়েছেন। সস্তায় টেকসই মাইলেজের জন্য মারুতির জনপ্রিয়তা বরাবরই বেশি। এই গাড়িতেও মাইলেজ যথেষ্ট ভালো।

নতুন মডেলের এই গাড়িতে রয়েছে ১.০ লিটারের ডুয়াল জেট ইউনিট। এছাড়া সর্বোচ্চ ৪৮ হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন ৭৯৬ সিসির পেট্রল ইঞ্জিনও রয়েছে গাড়িতে। গাড়িটির বর্তমানে বাজার মূল্য ৪.১৫ লক্ষ টাকা থেকে ৪.৫০ লক্ষ টাকা। তবে মারুতি সুজুকির ওয়েবসাইট থেকে মাত্র ১১,০০০ টাকায় গাড়ির অগ্রিম বুকিং করতে পারবেন গাড়িপ্রেমীরা। ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স সহ এজিএস এবং এমটি সুবিধা পাওয়া যাবে এতে। গ্রাম এবং শহর সব জায়গার মানুষই যাতে চারচাকা কেনার স্বপ্ন পূরণ হয় তার জন্যই এতো কম দামে এই গাড়ি বাজারে এনেছে মারুতি।