April 20, 2024

ভারতের (India) অর্থনৈতিক পরিস্থিতি বর্তমান সময়ে বেশ টালমাটাল অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছে। বিশ্ব অর্থনীতির প্রভাবে ভারতের বাজারেও বিভিন্ন জিনিসের দাম ক্রমাগত আকাশছোঁয়া হয়েই চলেছে। ফলে সাধারণ মানুষদের স্বাভাবিক জীবনযাপন করতেও রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে। বিভিন্ন দ্রব্যের পাশাপাশি মোবাইলের রিচার্জ‌ও এক অন্যতম বড়ো খরচ। জিও (Jio), এয়ারটেল (Airtel), ভোডাফোন-আইডিয়া (VI) প্রভৃতি কোম্পানির রিচার্জ (4g) মূল্য গত কয়েক মাসে ব্যাপকমাত্রায় বৃদ্ধি পেয়েছে।

তবে এবারে জানা যাচ্ছে ভারতে আসতে চলেছে আরো দ্রুতগতির (5g) ইন্টারনেট পরিষেবা, তাও আবার বিনামূল্যে। এর আগে যখন ভারতে জিও কোম্পানির 4g ইন্টারনেট পরিষেবা চালু হয় সেইসময়ে বহুদিন গ্রাহকদের বহুমূল্যে পরিষেবা প্রদান করা হয়েছিল। বিনামূল্যে পরিষেবা প্রদানের মাধ্যমেই গ্রাহকদের আকৃষ্ট করে জিও কোম্পানি নিজের বাজার জমিয়ে নিয়েছিল। পরবর্তী সময়ে রিচার্জের মূল্য ক্রমবর্ধমান হতে থাকে। সাধারণ মানুষদের পকেটে টান পড়লেও বাধ্য হয়েই প্রত্যেককে অন্যদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার জন্য মোটা অঙ্কের টাকা দিয়েই নির্দিষ্ট সময় অন্তর রিচার্জ করতে হয়।

গত 26 শে জুলাই এর এয়ার ওয়েসের নিলামে জিও, এয়ারটেল প্রভৃতি টেলিকম সংস্থার পাশাপাশি গৌতম আদানির সংস্থাও উপস্থিত ছিল। জোরদারভাবে কোমর বেঁধেই টেলিকম দুনিয়ায় এই সংস্থা প্রবেশ করতে চলেছে। বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জিও কোম্পানির মতোই আদানি সংস্থাও প্রথমে গ্রাহকদের বিনামূল্যে 5g ইন্টারনেট পরিষেবা প্রদান করতে চলেছে। এই পরিষেবা যে অন্যান্য টেলিকম সংস্থাদের ব্যবসায় কিছুটা হলেও প্রভাব ফেলতে চলেছে তা সহজেই অনুমেয়। তবে বিনামূল্যের এই পরিষেবায় ভারতবর্ষের সাধারণ মানুষেরা হয়তো আবারও খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন!