শুভশ্রী রাজকে বেঁধে রাখলেন তাঁর ভালোবাসায়। রূপকথার গল্পের থেকে কোন অংশে কম নয় তাদের প্রেমকাহিনী। প্রেম কোনদিনই সময় জ্ঞান ও দূরত্ব বুঝতে চায়নি।
তাই টলিউডের এই হেভিওয়েট দম্পতির প্রেমের রং অমলীন বিয়ের দুই বছর পরেও। সেই রং দিন দিন আরো গাঢ় হয়ে চলছে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে তাদের ভালোবাসার উষ্ণতা। অনুরাগীদের ফি দিনে সমানে ‘কাপল গোলস’ দিয়ে চলেছে এই কর্তা ও গিন্নি। শুভশ্রী নতুনভাবে রাজের প্রেমে পড়লেন তাঁর নতুন লুক দেখে। নিজের পেজে গালে আদর করার ছবিটি শেয়ার করেন শুভশ্রী। তিনি সেই ছবির মাধ্যমে জানান দিচ্ছেন রাজের হাসি ভালবাসার মানুষকে কাছে পাওয়ার পরিতৃপ্তির কথা।