March 17, 2024

বর্তমান যুব সম্প্রদায় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নাচ,গান আবৃত্তি আঁকা ইত্যাদি বিভিন্ন রকমের প্রতিভা সকলের সামনে মেলে ধরছেন। তার ফলে খুব সহজেই জনপ্রিয়তা অর্জন করা যায়। এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব।

অনেকেই নৃত্য পরিবেশন করে বেশ নাম করেছে ইউটিউবের সাহায্যে। কারণ দর্শকরা নতুন প্রতিভার নাচ দেখতে চায়। যেমন ‘সুর সাধনা কেন্দ’ নামের এক ইউটিউব চ্যানেল থেকে সুন্দরী যুবতীর নাচের ভিডিও ভাইরাল হয়েছে। তাঁর অপূর্ব সুন্দর নৃত্য দিয়ে মন জয় করে নিয়েছে দর্শকদের।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেল খোলা পরিবেশে সবুজ মাঠে কখনো বা জলাশয়ের ধারে সুন্দরী সেই যুবতী নাচছেন। পরনে সাদা ও বিভিন্ন রঙের তাঁতের শাড়ি ও নীল ব্লাউজ। সাথে মানানসই মেকআপ ও চুল বেঁধে রঙিন ফুল গুঁজেছেন। এই সাজে তাঁকে দেখতে খুব ভাল লাগছিল। অসাধারণ নৃত্য শৈলীতে নেটিজেনরা মুগ্ধ। তাঁর সাজ সম্পূর্ণ সাঁওতালি মহিলার ছিল। যা এই গানের সাথে মানিয়েছে খুব সুন্দর।

গায়ক অরিজিৎ চক্রবর্তীর গাওয়া বাংলা লোকগান ‘বন পাহাড়ির সাজে’তে নেচেছেন সুন্দরী যুবতী সুস্মিতা। ‘সুর সাধনা কেন্দ্র’ ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি মাত্র এক দিন আগে পোস্ট করা হয়েছে। তার মধ্যেই ছয় হাজারের বেশি দর্শক দেখেছেন ভিডিওটি। সাথেই সবাই সুস্মিতার নাচের ভীষণ প্রশংসা করেছেন। কেউ লিখেছেন ‘খুব সুন্দর হয়েছে’। আবার কেউ বলেছেন ‘অসাধারন সুন্দর একটি ভিডিও দেখলাম। আমার কাছে খুবই চমৎকার লাগলো।’ এই চ্যানেলের মাধ্যমেই আপনি অনায়েসেই আরও সুন্দর সুন্দর সব নাচের ভিডিও দেখতে পাবেন।

আজকের যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষ তার প্রতিভা দেখানোর একটা মঞ্চ পেয়েছে। এই সুযোগের সদব্যবহার করে অনেকেই সাফল্য পাচ্ছেন। সুস্মিতার ভিডিওটি সেই কথাই আবার প্রমাণ করল।