April 26, 2024

বীরভূম জেলার বাসিন্দা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) রাতারাতি কিভাবে সোশ্যাল মিডিয়ার দৌলতে সেলিব্রিটি হয়ে উঠেছেন সেই গল্প হয়তো আজ কারোরই অজানা নয়। নিতান্ত পেটের তাগিদে তিনি রাস্তায় রাস্তায় বাদাম ফেরি করতেন আর বাদাম বিক্রি করার জন্য আপন কথা এবং সুরে যে গান রচনা করেছিলেন সেই গানই যে তাঁকে রাতারাতি সেলিব্রিটি করে দেবে সে কথা হয়তো স্বপ্নেও ভাবেননি ভুবনবাবু। নিজের ব্যবসা বাড়ানোর কৌশল হিসেবেই তিনি এই গান গাইতে শুরু করেছিলেন। কিন্তু সেই গান যে সারা ভারতবর্ষে পরিচিতি পাবে তা তিনি কখনো ভাবেননি। অত্যন্ত অল্প সময়ের মধ্যেই তাঁর গান নেট মাধ্যমে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছিল। আজকে ছোট থেকে বড় সকলের মুখে মুখে ভুবনবাবুর ‘কাঁচা বাদাম'(Kancha Badam)। সোশ্যাল মিডিয়ায় এখনো পর্যন্ত সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি অনেকেই এই গানটিকে নিজের মত গেয়ে অথবা এই গানের ওপর নাচ করে ভিডিও শেয়ার করেছেন। পশ্চিমবঙ্গ হয়ে ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিয়েছে ভুবনবাবুর এই গান।

স্বাভাবিকভাবেই বীরভূমের দুবরাজপুর ব্লকের বাসিন্দা ভুবনবাবুর অবস্থার পরিবর্তন ঘটেছে। দীর্ঘদিন তিনি যে অর্থনৈতিক সংকটে ভুগেছেন তা আজকে কিছুটা হলেও দূর হয়েছে। মাটির বাড়ির বদলে পাকা বাড়ি হয়েছে তাঁর। এক নামী ইন্টিরিয়র ডিজাইনার তাঁর বাড়ির অন্দরমহল সাজিয়েছেন। একথা ইউটিউবে এসে জানিয়েছেন ভুবন বাবু। বাড়ির ভেতর টাইলস দিয়ে সাজানো হয়েছে এবং ছাদে লেখা আছে ‘রাধে রাধে’। ইতিমধ্যেই ভুবনবাবুর এই সাফল্যে অত্যন্ত খুশি তাঁর অনুরাগীরা। তাঁর সমস্ত বাদ্যযন্ত্র এক জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। অনেকেই তাঁকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

বর্তমানে বেশ কিছু মিউজিক অ্যালবামে তিনি কাজ করছেন। এছাড়া টেলিভিশনের রিয়ালিটি শোতেও তিনি অংশগ্রহণ করছেন। ছোট পর্দাতে তাঁকে দেখা যাওয়ার পাশাপাশি বিভিন্ন রকম স্টেজ শোতে ও পারফরম্যান্স করার জন্য ডাক পড়ছে ভুবনবাবুর। তাই ধীরে ধীরে আর্থিক দিক থেকে উন্নতি ঘটছে তাঁর। নিতান্ত এক বাদাম বিক্রেতা থেকে আজ তিনি বড়লোক হয়ে গেছেন। ভাগ্যের চাকা ঘুরে তাঁকে এভাবেই করে তুলেছে এক সফল মানুষ।