April 19, 2024

বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া (Social Media) উত্তাল হয়ে গিয়েছিল জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের কন্ঠে গাওয়া ‘দে দোল দোল’ (De Dol Dol) গানেতে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই মেতে উঠেছিলেন এই গানের তালে। ইতিমধ্যেই এই গানের উপর অজস্র রিল ভিডিও এবং ডান্স কভার ভিডিও (Dance Video) তৈরি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া খুললেই এই সমস্ত ভাইরাল (Viral) ভিডিওগুলি আমরা দেখে থাকি। সম্প্রতি ঘুঙ্গুর নৃত্যকলা কেন্দ্রের ছয় যুবতী এই গানের উপর নতুনভাবে নেচে রীতিমতো মুগ্ধ করে দিয়েছেন দর্শকদের।

ঘুঙ্গুর নৃত্যকলা কেন্দ্রের এই নৃত্যগোষ্ঠী অনেক রকম নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এই নৃত্যকলা কেন্দ্রের একটি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। এখান থেকেই আবারও কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখার্জী ও লতা মঙ্গেশকরের গলায় ‘দে দোল দোল'(De Dol Dol) গানের পুরোনো ও অরিজিৎ সিং এর কন্ঠে গাওয়া এই গানেরই নতুন ভার্সনে একটি নাচের ভিডিও শেয়ার করেন তাঁরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে সবুজ প্রাকৃতিক গ্রাম্য পরিবেশে মনোরম নৃত্য ভঙ্গিতে মেতে উঠেছেন এই ছয় যুবতী। গানের প্রত্যেকটি বিট খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন তাঁরা। নির্দিষ্ট সুর,তাল, ছন্দ মেনে নৃত্য পরিবেশন করেছেন তাঁরা। প্রত্যেকের সাথে সঠিক সমন্বয় এবং অসাধারণ কোরিওগ্রাফি ভিডিওটিকে আরো সুন্দর করে তুলেছে।

ভিডিওটিতে অদ্ভুত সুন্দর নাচের সাথে দেখার মতো ছিল তাঁদের ফেসিয়াল এক্সপ্রেশন এবং সাজসজ্জা। ভিডিওতে দেখা যাচ্ছে তিনজন যুবতী ছেলের সাথে সেজেছেন এবং বাকি তিন জন যুবতী খোলা আকাশের নিচে গ্রাম বাংলার মেয়েদের সাজে সেজেছেন। তাঁদের পরনে ছিল রঙিন ছাপা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউস ও মানানসই মেকআপ। প্রায় ১৮ দিন আগে শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যে ৪৮০০ র মত ভিউ পেয়ে গেছে। এছাড়াও ১৫০টির ওপরে লাইক পরেছে ভিডিওটিতে। নেটিজেনরা ইতিমধ্যেই দারুন, খুব ভালো হয়েছে, মাইন্ড ব্লোইং,অসাধারণ, বিউটিফুল ইত্যাদি ইতিবাচক মন্তব্য করছেন কমেন্ট বক্সে।