April 21, 2024

আসামের ‘বিহু নাচ’ (Bihu Dance) ভারতবর্ষের অন্যতম বিখ্যাত লোকনৃত্যের ঘরানা। আসাম রাজ্যের লোকনৃত্য ‘বিহু’ আপাতদৃষ্টিতে ভীষণ সহজ-সরল মনে হলেও আদতে তা নয়। নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই লোকনৃত্যের পারদর্শিতা অর্জন করা সম্ভব। এমন অনেক বিহু নৃত্যশিল্পী আছেন।

সম্প্রতি ইউটিউবে এক চার বছরের পুরনো বিহু নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হ‌ওয়া এই ভিডিওতে এক বাংলাদেশী যুবতীর সঙ্গে আরো পাঁচজন রাশিয়ান যুবতী বিহু নাচ পরিবেশন করেছেন। নেটদুনিয়ায় ‘শাপলা ডান্স গ্রুপ’ (Shapla Dance Group) অত্যন্ত জনপ্রিয়। এই গ্রুপটি রাশিয়ার মস্কোতে তৈরি হ‌য়েছে। এই গ্রুপের অধিকাংশ সদস্যা রাশিয়ান। তবে তাঁরা ভারত বা বাংলাদেশের জনপ্রিয় গানের সাথেই নাচেন।

‘Ridy Sheikh’ চ্যানেল থেকে পোস্ট করা উল্লেখ্য ভাইরাল হ‌ওয়া ভিডিওর প্রথম অংশে রিদি শেখ ও আরো তিন রাশিয়ান যুবতী ‘ফাগুনের মোহনায়’ গানের সঙ্গে নেচেছেন। পরবর্তী অংশে এক বাঁশির মিউজিকের সঙ্গে নাচের সময় আরো দুইজন রাশিয়ান যুবতী নাচে যোগ দিয়েছেন। পুরো ভিডিওতে সকলেই লালপাড় সাদা শাড়ি ও লাল ব্লাউজ পরেছিলেন। সাথে ছিল মানানসই মেক আপ ও সাজ। সবাই মিলে দুর্দান্ত বিহু নাচ পারফর্ম করেছেন। চার বছরের পুরনো এই ভিডিওর ভিউজ সংখ্যা ৯৬ মিলিয়নের গণ্ডি ছুঁয়ে ফেলেছে। ৫ লাখ ৫৫ হাজার মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। কমেন্ট বক্সে ১২ হাজারেরও বেশি মানুষ প্রশংসায় পঞ্চমুখ হয়েছে কমেন্ট করেছেন। বাংলাদেশী যুবতীর সঙ্গে রাশিয়ান যুবতীদের এই দুরন্ত বিহু নাচ সত্যিই প্রশংসনীয়।

আজকের যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষ তার প্রতিভা দেখানোর একটা মঞ্চ পেয়েছে। এই সুযোগের সদব্যবহার করে অনেকেই সাফল্য পাচ্ছেন। বিহু নাচের ভিডিওটি ভাইরাল হয়ে সেই কথাই আবার প্রমাণ করল।