April 21, 2024

‘কাদা দিলি সাদা কাপড়ে’ একটি সুপরিচিত এবং বিখ্যাত লোকগীতি। আগেও অনেকেই এই গানের সঙ্গে কোমর দুলিয়েছেন। এই গানের সঙ্গে নেচে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন ঝিলিক দত্ত সিংহ রায় নামে এক সুন্দরী যুবতী।

ইউটিউব বর্তমানে প্রতিভা তুলে ধরার অন্যতম প্রধান মাধ্যম। যেসব নৃত্যশিল্পী ইতিমধ্যে সেখানে জনপ্রিয়, তাদের মধ্যে ঝিলিকের নাম প্রথম সারিতে আসে। নৃত্যনৈপুন্যের কারণে ইতিমধ্যে তাঁর ভক্ত অনুরাগী র সংখ্যা আআকাশছোঁয়া। বিভিন্ন নৃত্যভঙ্গীমা, অনুপম অভিব্যক্তি এবং তার সাথে সঙ্গতিপূর্ণ সাজপোশাক এই সমগ্র উপস্থাপনাটিকে আলাদা স্তরে নিয়ে গেছে। বিখ্যাত এই গানের সাথে মিল রেখে সাদা শাড়ির সঙ্গে লাল রঙের ব্লাউজ পরেছিলেন তিনি। খোঁপায় জড়ানো রঙ্গনফুলের মালা আর হাতে পায়ের অলক্তরাগ ঝিলিকের সাজকে এক অন্যমাত্রা দিয়েছে। সবুজে ঘেরা জায়গায় লোকনৃত্য বেশি সুন্দর দেখায়। ঝিলিকও সেরকম একটা জায়গাতেই নেচেছেন। আর এই কারণেই সবুজের মাঝে ঝিলিকের লাল সাদা সাজ আরও ফুটে উঠেছে। লোকনৃত্যের আসল মাধুর্য কে তিনি আরো বেশি করে দর্শকদের সামনে তুলে ধরতে পেরেছেন । ইতিমধ্যে প্রায় ১৮ হাজারের মতো দর্শক তাঁর এই নাচকে পছন্দ করেছেন।


বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া প্রতিভা প্রদর্শনের অন্যতম প্রধান মাধ্যমে পরিণত হয়েছে। দর্শকদের মনের মণিকোঠায় নিজের জায়গা করেনেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন প্রতিভাশালী শিল্পীরা। দর্শকরাও নতুনত্বের স্বাদ পাচ্ছেন তুলনামূলক কম খরচ এবং পরিশ্রমে। নতুন পরিবেশ, নতুন শিল্পী, নতুন নৃত্যশৈলী, নতুন আঙ্গিকে পুরোন গান নতুন লাগছে। আর এই শিল্পীদের এই প্রয়াসকে উৎসাহ যোগাচ্ছে দর্শকদের মন্তব্য এবং উৎসাহ । এভাবেই প্রতিদিন নতুন নতুন তারকার জন্ম হচ্ছে।