April 12, 2024

ছোট একটি শিশু অনায়াসে বাজাচ্ছে তবলা! অবাক হচ্ছেন তো? হ্যাঁ, অবাক হওয়ার মত ঘটনাই বটে। তবলার মত একটি বাদ্যযন্ত্র ঠিক শিশুদের জন্য নয়। এটি বাজানো আয়ত্ত করা সহজ নয় একদমই। একটি শিশুর তবলা বাজানোর ভিডিওতে তাই খুব দ্রুত নেটিজনেদের নজর কাড়ল।

ইউটিউব এর আসিফ ফিরদৌসী চ্যানেলে ভিডিওটি পোস্ট করা হয়েছিল। ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে বাড়িতে বসেই দুটো তবলা সামনে নিয়ে একটি ছোট্ট বাচ্চা অসাধারনভাবে তবলায় চাঁটি মারছে। আর এই বাচ্চাটির বয়স মাত্র ১৬ মাস। এইটুকুনি বয়সে পুরো বড়দের মতোন তবলা বাজিয়ে বোল তুলছে এই প্রতিভাবান শিশু। তার বাজনা শুনে মনে হচ্ছে বড় হয়ে কোনো ওস্তাদকেও হার মানিয়ে দেবে। তবলায় সে যেমন ওস্তাদ তেমনি খুদে এই তবলচিকে দেখতেও ভীষণ মিষ্টি। সে এতটাই ছোট যে মাঝে মাঝে আবার তাই কিছু না বাজিয়েই তবলার ওপর শুধু হাতটা রেখে বসে রয়েছে।

ভিডিওটিতে পিছন থেকে একটা লোকের গলার আওয়াজ পাওয়া গেছে যে ওই বাচ্চাটিকে তবলা বাজানোর সাথে সাথে গানও শেখাচ্ছে। আর তাই দেখে বাচ্চাটিও তবলা বাজানোর সঙ্গে সঙ্গে আধো আধো কথায় গান গাওয়ার চেষ্টা করছে। লোকটি বলছে না ধিন ধিন না আর তার সাথে সাথে বাচ্চাটিও কথা বলতে পারছেনা কিন্তু তাও ও বলছে “না ধিন ধিন না”। দুই লক্ষের কাছাকাছি মানুষ এই ভিডিওটি দেখেছেন। আর সাড়ে নয় হাজার মানুষ ভিডিওটিকে পছন্দ করেছেন। প্রশংসায় তারা ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। এই আশ্চর্য প্রতিভাবান শিশুটি যে বড় হয়ে একজন বড় মাপের তবলচি হবে তা বলার অপেক্ষা রাখেনা।

ভিডিওটা পুরোনো হলেও মানুষের খুব ভাললাগায় তা ভাইরাল হয়েছে। আসলে বাচ্চাটি এতটাই প্রতিভাবান যে তার এই ভিডিওটি নেটিজনেদের মন জয় করে নিয়েছে।