March 29, 2024

বর্তমান যুব সম্প্রদায় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নাচ,গান আবৃত্তি আঁকা ইত্যাদি বিভিন্ন রকমের প্রতিভা সকলের সামনে মেলে ধরছেন। তার ফলে খুব সহজেই জনপ্রিয়তা অর্জন করা যায়। এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব। এক্ষেত্রে ইয়ং জেনারেশন, বৃদ্ধ মানুষদের পাশাপাশি বাচ্চারাও যে পিছিয়ে নেই। এবার সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি ভিডিওটি একরত্তি খুদে বালিকার নাচের ভিডিও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে ছোট্ট এই বালিকাটি ‘লাল পাহাড়ির দেশে যা’ লোকগানের সাথে সর্ষে ক্ষেতের মাঝে নৃত্য পরিবেশন করছে। নাচ করার সময় তার পরনে আছে লাল ব্লাউজ এবং ছাপা শাড়ি। সাঁওতালি মেয়েরা যেভাবে শাড়ি পরে সেইভাবে মেয়েটি শাড়ি পরেছে। মেয়েটির নাচ দেখে বোঝাই যাচ্ছে কোন প্রতিষ্ঠিত বড় শিল্পীদের থেকে তার শিল্প প্রতিভা কোনো অংশে কম নয়।

এই ভিডিওটি আপলোড করা হয়েছে সরগম নৃত্যাঙ্গন নামে একটি ইউটিউব চ্যানেল থেকে। আর্টিকেলটি লেখার সময় পর্যন্ত এই ভিডিওটি দেখে ফেলেছেন ২ লক্ষ্য ৫২ হাজার মানুষ ৮৯৬ জন মানুষ। লাইক করেছেন ১হাজার ৭০০ জন মানুষ। দর্শকদের কমেন্টে এসেছে অসংখ্য । সবাই এই খুদেটির নাচের বহুল প্রশংসাও করেছেন। এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবারদের সংখ্যা ৪ লক্ষ ৩২হাজার জন। আপনিও যদি সময় পান তবে এই নাচটিকে একবার দেখে নিতে পারেন। উপভোগ করবেন এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন।

আজকের যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষ তার প্রতিভা দেখানোর একটা মঞ্চ পেয়েছে। এই সুযোগের সদব্যবহার করে অনেকেই সাফল্য পাচ্ছেন। মৌয়ের ভিডিওটি সেই কথাই আবার প্রমাণ করল।