April 20, 2024

বর্ধমানের গানওয়ালা মিলন কুমার এবার পাড়ি দিচ্ছেন আরব সাগরের তীরে মুম্বাইতে। রেলগাড়ির কামরা ছিল যার মঞ্চ, নিত‍্যযাত্রীরা ছিলেন যার শ্রোতা এবার সেই ব‍্যক্তিই পৌঁছতে চলেছেন বিশ্ব দরবারে। রানু মন্ডল, ভুবন বাবুর পর এবার সোশ্যাল মিডিয়া আরো এক শিল্পীকে নিয়ে এল খ্যাতির আলোয়।

গতবছর সোশ্যাল মিডিয়ার দৌলতে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন বীরভূমের ভুবন বাদ‍্যকর। তার আগে একটা সময় চর্চায় ছিলেন রানাঘাটের রানু মন্ডল। এবার গান গেয়ে নেটিজেনদের মনে জায়গা করে নিয়েছেন পূর্ব বর্ধমানের মিলন কুমার। লোকাল ট্রেন গান গাওয়াই ছিল তাঁর পেশা। গান গেয়েই পরিবার প্রতিপালন করতেন মিলন বাবু। তবে অত্যন্ত দারিদ্র‍্যে দিন যেত। তবে অর্থকষ্ট সত্ত্বেও তিনি গানকে ছাড়েননি। আর এভাবেই নিজের শিল্পীসত্ত্বাকে বাঁচিয়ে রেখেছিলেন। এতদিনের সেই সাধনার ফল মিলল। এইবার তাঁর প্রতিভা পৌছাবে দেশের সবার কাছে। বাংলা থেকে এবার হিন্দি গানের জগতে পাড়ি দিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাঁর গাওয়া সদ্যপ্রয়াত শিল্পী কেকের একটি গানের ভিডিও ভাইরাল হয়। নেটিজেনদের যা ভীষণ পছন্দ হয়। তারপর থেকে বিভিন্ন জায়গা থেকে মিলন কুমার ডাক পাচ্ছন। ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটি স্টুডিওতে একাধিক বাংলা গান রেকর্ডিং করেছেন। তবে এবার বাংলা গান ছাড়িয়ে পাড়ি দিলেন হিন্দি গানের জগতে। সম্প্রতি হিন্দি গান রেকর্ডিং করার সুযোগ পেলেন মিলন বাবু। স্বাভাবিকভাবেই এই সাফল্যে অত্যন্ত খুশি গায়ক। স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তিনি। অনুরাগীরাও খুব খুশি। তাঁদের মতে এতদিনে মিলন কুমার প্রাপ্য সম্মান পেলেন।

তিনি সম্প্রতি চারটি গানের রেকর্ডিং করেছেন। ইতিমধ্যে দুটি হিন্দি গানের টিজার তাঁর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। আপাতত অপেক্ষা তাঁর গান রিলিজের।