April 21, 2024

ইন্টারনেটের (Internet) এই যুগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক শ্রেণীর মানুষের কাছে শুধুমাত্র বিনোদনের মাধ্যম হওয়ার পাশাপাশি আরেক শ্রেণীর মানুষের কাছে নিজস্ব প্রতিভা বিকাশের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। নেটদুনিয়ায় আকছার বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রতিভার নিদর্শন ভিডিও হিসেবে দেখতে পাওয়া যায়। তবে এইসব ভিডিওর মধ্যে সর্বাধিক পরিমাণে বিভিন্ন বয়সী মেয়েদের নাচের ভিডিও থাকে। বিশেষত ইউটিউবের বিভিন্ন চ্যানেলে অনেকেই নিজেদের প্রতিভা ভিডিও আকারে পোস্ট করে থাকেন।

ইউটিউবে আকছার বিভিন্ন সুন্দরী যুবতীদের নাচের ভিডিও ভাইরাল হয়ে থাকে। জনপ্রিয় গানের সাথে যুবতীদের নাচ কম-বেশি সকলেই দেখতে পছন্দ করেন। এইভাবে অনেকেই ইউটিউবে নিজস্ব প্রতিভার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ইউটিউবের দুনিয়ায় এক পরিচিত ও জনপ্রিয় চ্যানেল ‘Debolinaa Nandy Production’। এই চ্যানেল থেকে শুধু নাচের ভিডিওই নয়; ফুড ভ্লগ, ফ্যাশন ভ্লগ, ট্রাভেল ভ্লগ প্রভৃতিও পোস্ট করা হয়‌। এই চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ৯২.৯ হাজার।

সম্প্রতি এই চ্যানেল থেকে তিনটি জনপ্রিয় বাংলা লোকগীতির ম্যাশ-আপের সঙ্গে দেবলীনা নন্দী ও আরো চারজন যুবতী নাচ পরিবেশন করেছেন। ‘নিশা লাগিলো রে’, ‘নোয়া দামান’ ও বাদশাহের গাওয়া ‘গেন্দা ফুল’ গানের অংশের সাথে পাঁচ সুন্দরী যুবতীর দুর্দান্ত নাচ নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ভিডিওতে দেবলীনা লাল রঙের শাড়ি ও সাদা রঙের ডিজাইনার ব্লাউজ পরেছিলেন এবং বাকি চারজন লালপাড় হলুদ রঙের শাড়ি ও লাল ব্লাউজ পরেছিলেন। খোলা পরিবেশে সবুজ এক মাঠের সামনের রাস্তায় রেকর্ড করা এই ভিডিওতে পাঁচ যুবতীর প্রাণবন্ত ও দক্ষ নাচ ও অসাধারণ কোরিওগ্রাফি প্রশংসার দাবি রাখে। এই ভিডিওর ভিউজ সংখ্যা ৯.৪ মিলিয়নের গন্ডি পেরিয়ে গিয়েছে ও ৮৭ হাজারের বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। কমেন্ট বক্সে নেটিজেনরা মন খুলে পাঁচ যুবতীর নাচের প্রশংসা করেছেন।