March 28, 2024

সোশ্যাল মিডিয়ায় (Social Media) হামেশাই ভাইরাল হয়ে থাকে নানারকম ভিডিও। তার কোনোটা দেখে নেটিজেনরা হেসে লুটোপুটি যান, কোনোটা দেখে শিহরিত হয়ে ওঠেন, আবার কোনোটা দেখে মনে খারাপ লাগা চলে আসে, আবার কোনো ভিডিও দেখে অবাক হয়ে যান। এই সবকিছুর মিশেলে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই নতুন নতুন ভিডিও ভাইরাল হয়। অনেক সময় এমন‌ও হয় যে ভাইরাল ভিডিওটি কোন স্থানের সেই বিষয়ে কিছুই জানা যায় না, ভিডিওর উৎস নেটিজেনদের কাছে অজানাই থেকে যায়।

ভাইরাল হওয়া ভিডিওগুলিতে যেমন কিছু মানুষের কান্ড দেখা যায়, প্রতিভার বিকাশ দেখা যায়, তেমন পশুপাখিদের‌ বিভিন্ন ভিডিও-ও সামনে আসে। হামেশাই পশুপাখিদের বিভিন্ন কাণ্ডকারখানা ভাইরাল হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়। বাড়ির পোষ্য হোক বা বন্য, তাদের অদ্ভুত আচরণ দেখতে কমবেশি সকলেই পছন্দ করেন। এই সব ভাইরাল ভিডিওর এক বড়ো অংশ জুড়ে মানুষের সাথে বিভিন্ন পশু ও পাখির নানারকম কাণ্ড দেখতে পাওয়া যায়।

সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এমন‌ই এক ব্যতিক্রমী দৃশ্যের ভিডিও। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার সিমিলিপাল জাতীয় উদ্যানে ক্যামেরাবন্দী হ‌ওয়া ওই ভিডিওতে এক কালো রঙের বাঘের দেখা মিলেছে। জঙ্গলের মধ্যে বিরল প্রজাতির এই বাঘকে গাছের ওপর আঁচড় কাটতে দেখা গিয়েছে। ভারতীয় বন পরিষেবা কর্মকর্তা সুশান্ত নন্দা ট্যুইটারে বিরল এই দৃশ্যের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন,”Tigers are symbol of sustainability of India’s forests…Sharing an interesting clip of a rare melanistic tiger marking its territory on international Tigers day.’ (বাঘ ভারতীয় বনভূমির ধারাবাহিকতার প্রতীকরূপে বিবেচিত হয়ে থাকে। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে এক দুর্লভ কৃষ্ণবর্ণের বাঘের নিজের জায়গা দখল করার এক চমকপ্রদ ভিডিও শেয়ার করে নিচ্ছি।) তিনি আরো জানিয়েছেন, এই বাঘের শরীরে অন্য ধরণের জিন থাকার কারণেই বাঘটির রঙ এমন ব্যতিক্রম হয়েছে। ইতিমধ্যেই অনেকসংখ্যক মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন ও নিজেদের বিস্ময় প্রকাশ করেছেন।