March 25, 2024

এই সুবিশাল পৃথিবীর সবথেকে বেশি রহস্য লুকিয়ে আছে মাটি ও সমুদ্র তলদেশে। কথাটি একদম ঠিক। কারণ এখন হামেশাই জল কিংবা মাটির তলা থেকে বিভিন্ন অজানা প্রাণীরা জলের উপরিভাগে উঠে আসে। সেই প্রাণীদের ভিডিও প্রায়ই ভাইরাল হয়।

ঘটনাটি চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশের গুইয়াং শহরে ঘটেছে। ৫ ই জুন এক মৎস্যজীবির জালে রুই প্রজাতির এই মাছটি ধরা পড়েছিল। আপনারা ভাইরাল (Viral) হওয়া এই ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই মাছটিকে। আশ্চর্যের বিষয় মাছটার মুখটা দেখতে সম্পূর্ণ পাখির মতো।

এমন অদ্ভুত মাছ আগে কেউই দেখেননি। এজন্য এই মাছকে দেখতে ভীড় জমিয়েছিলেন বহু মানুষ। জালে এই অদ্ভুত দর্শন মাছ ধরা পড়েছে দেখতে পেয়ে সেই মৎস্যজীবিও বেশ চমকে গিয়েছিলেন। তবে এই মাছকে তিনি আটকে রাখেননি। কিছু সময় পরে জলে ফেলে দেন সেই মাছ।

পরে জানা গেছে এই ধরণের মাছ এশিয়া ও উত্তর আমেরিকার কিছু জায়গায় দেখা যায়। কিন্তু চীন দেশে এই প্রথমবার পাওয়া গেল প্রজাতির মাছ। তবে এই ধরণের মাছের প্রকৃত নাম কি তা যদিও জানা যায়নি। তবে সুন্দর ও একেবারে বিরল প্রজাতির এই প্রাণীটিকে দেখতে ভুলবেন না যেন।