April 12, 2024

আজকের যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষ তার প্রতিভা দেখানোর একটা মঞ্চ পেয়েছে। এই সুযোগের সদব্যবহার করে অনেকেই সাফল্য পাচ্ছেন। মানুষের সাথে পশুপাখিরাও পিছিয়ে নেই। তাদের নানান ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়।

আজকালকার দিনে সময় কাটানোর জন্য সোশ্যাল মিডিয়া এখন অধিকাংশের কাছেই বিনোদনের অন্যতম মাধ্যম। পশুপাখিদের ভিডিও নেটিজনেদের কাছে অত্যন্ত প্রিয়।

সম্প্রতি তেমনভাবেই ইউটিউবে দুই টিয়াপাখির ভিডিও ভাইরাল হয়েছে। ‘প্যারট প্যারাডাইজ’ নামক এক চ্যানেল থেকে দুই টিয়াপাখির কথা বলার এক ভিডিও প্রায় এক বছর আগে পোস্ট করা হয়েছিল। এই কথা সকলেরই জানা যে টিয়াপাখিরা কথা বলতে পারে। তারা আশেপাশে কথা শুনে কথা বলা শিখে যায়। প্রায়শই টিয়াদের অনর্গল নিজেদের মধ্যে কথা বলতে দেখা যায়। ভাইরাল হ‌ওয়া ভিডিওতে দুই টিয়াপাখি পেয়ারা গাছের ডালে বসে পেয়ারা খেতে খেতে স্বভাবসিদ্ধ ভঙ্গীতে নিজেদের মধ্যে কথা বলছিল। সেই দৃশ্য ক্যামেরাবন্দী করে নেট দুনিয়ায় পোস্ট করা হতেই তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ইতিমধ্যেই নব্বুই লাখের বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন। নেটিজেনদের বহু জন টিয়াপাখির কথা বলার এই ভিডিও লাইক করেছেন। কমেন্ট বক্স উপচে পড়েছে প্রশংসাসূচক বাক্যে।