April 20, 2024

সাপের শঙ্খলাগা এই বিষয়টির সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত। তবে এই শব্দটির সঙ্গে অনেকেই পরিচিত থাকলেও আসল ব্যাপারটি কি সেটি হয়তো অনেকেই জানেন না। অনেকেই ভাবেন সাপের শঙ্খলাগা একটি ঈশ্বরের আশীর্বাদ। এই জিনিসটি দেখা খুবই শুভ। অথবা অনেকে বলে সাপের শঙ্খ লাগলে বৃষ্টি নামে। আর এই শঙ্খলাগাকে নিয়ে দিনের পর দিন অনেক অজ্ঞতা মানুষ মেনে চলে আসছে। আসল ব্যাপারটি হল সাপের শঙ্খলাগা হল দুটি সাপের যৌন মিলন। এই দৃশ্য সচরাচর দেখা যায় না। বলতে গেলে এ ঘটনা খুবই বিরল। মূলত গ্রাম বাংলায় মাঠে ঘাটে মাঝেমধ্যেই এই দৃশ্য দেখা যায়। তবে শহরের মধ্যে সাপের শঙ্খলাগা খুব একটা দেখা যায় না।

এটি খুবই সাধারণ একটি প্রাকৃতিক ঘটনা। অন্য সমস্ত স্তরের প্রাণীদের মধ্যে যেরকম যৌন মিলন হয় সাপেদের মধ্যেও ঠিক একইরকম ভাবে মিলন ঘটে। একটি নির্দিষ্ট সময় দুটি সাপ মিলিত হয়। সাধারণত গ্রীষ্ম এবং বর্ষাকাল সাপের মিলনের জন্য উপযুক্ত সময়। এই নির্দিষ্ট সময় তাদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়। খাদ্য, নিরাপত্তা, তাপমাত্রা ,সঙ্গীর সহজলভ্যতা সবকিছুর উপর নির্ভর করে তাদের মিলন। তবে অনেক সময় দুটি পুরুষ সাপের মধ্যেও মিলন ঘটে যায়। নিছক পৌরুষ্য জারি করার জন্যই বা খেলার ছলে শঙ্খ লাগে দুটি পুরুষ সাপের মধ্যে। সাপ সাধারণত নিজের প্রজাতির সাপেদের সাথে মিলন করে না। দুটি ভিন্ন প্রজাতির পুরুষ এবং স্ত্রী সাপের মধ্যেই শঙ্খ লাগে।

এমনিতে আমরা অনেকেই মনে করি হিন্দু ধর্মমতে সাপের শঙ্খলাগা দেখা খুবই সৌভাগ্যের। এমনই দুটি সাপের শঙ্খ লাগার ভিডিও (Snake Video) সোশ্যাল মিডিয়ায় রীতিমত তোলপাড় করছে। যেখানে দেখা যাচ্ছে দুটি সম প্রজাতির সাপ নিজেদের মধ্যে মিলনে মত্ত হয়ে উঠেছে। আর এই দুই বিষধর সাপের বন্য সঙ্গমের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই দুটি সাপের মিলন দেখতে আশেপাশের বহু মানুষ ভিড় করেছে। তাদের মিলনকে সুন্দর করে তুলতে একটি গামছাও বিছিয়ে দেওয়া হয়েছে।